বরাবরের ধারাবাহিকতায় ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০২৩ উদযাপন করা হবে। কাগজ সংকটের কারণে নিউজপ্রিন্টেও ছাপানো হচ্ছে বই। আর ১ জানুয়ারি পাঠক্রম অনুযায়ী সব বই পাবে না শিক্ষার্থীরা।
কাগজ সংকট, নিম্নমানের কাগজে বই ছাপানো ও নির্ধারিত সময়ে সব শিক্ষার্থীর হাতে বই না পৌঁছানোসহ নানা অভিযোগ ডিঙিয়ে নির্ধারিত সময় ১ জানুয়ারি হচ্ছে পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০২৩। তবে নতুন বছরের প্রথম দিনে সব বই একসঙ্গে হাতে পাবে না শিক্ষার্থীরা।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইনের (মাধ্যমিক) সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ শিক্ষাবর্ষে সারাদেশের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক বিতরণের জন্য ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০২৩ উদযাপন করা হবে। অনুষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য মাউশি’র আওতাধীন মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
Upcoming Event
Academic Class Level
Institute Facilities
-------------------------
Special Attention for Every Students
A dynamic learning community recognized as one of the leading schools in Bangladesh, offering a good educational environment, safety and security of the students.
Study Tour